মহানগরী কিশোর ফুটবল লিগে অংশগ্রহণকারী ক্লাব সমূহের খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল ৯ নভেম্বর এম এ আজিজ স্টেডিয়াম কার্যালয়ে শুরু হয়েছে। প্রথম দিন হালিশহর একাদশ, বাবর ফুটবল একাডেমি, সাজু ফুটবল একাডেমি, রামপুরা ফুটবল একাদশ ও শেখ রাসেল ফুটবল একাডেমির খেলোয়াড় বাছাই করা হয়।
এসময় সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান ইবাদুল হক লুলু, ফুটবল কমিটির সম্পাদক বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আশিষ ভদ্র, সংস্থার নির্বাহী সদস্য ও ফুটবল কমিটির ভাইস-চেয়ারম্যান সেকান্দর কবির, শামীম আজাদ খোকন, মাহবুবুল আলম ভূঁইয়া মুকুল, রাকিব মাহমুদ, জহির উদ্দিন, লুৎফল কাদের বাবর, যাহেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।