মহানগরী কিশোর ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দামপাড়া পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ২য় রাউন্ডের প্রথম খেলায় মহসিন সাজু ফুটবল একাডেমি ৩-১ গোলে চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে হ্যাট্রিক করেন ইশতিয়াকুজ্জামান রিজভী।
দিনের ২য় খেলায় সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি ৪-১ গোলে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে মো. শারাফাত হোসেন রিয়াদ ২টি, রৌদ্র দাশ এবং মো. আল-মাহমুদ ১টি করে গোল করেন।
আগামী ১৪ জানুয়ারি দুটি খেলা অনুষ্ঠিত হবে। ১ম খেলায় অংশ নেবে রামপুর এবং চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমি বেলা-১টা। ২য় খেলা বেলা ২.১৫টায় মুখোমুখি হবে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি এবং চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি। দুটি খেলাই দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হবে।