মহাকবি নবীন চন্দ্র সেনের ১১২তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে গত ২৫ জানুয়ারি ‘শূন্য হল আজি বন্ধ হল সিংহাসন’ শীর্ষক ভার্চুয়াল সাহিত্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সহসভাপতি বিজয় শংকর চৌধুরী, কবি রাজীব ঘাঁটি, অধ্যক্ষ মো. আবু তৈয়ব, শিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, বিজয় শংকর চৌধুরী, সুকুমার দে, কবি আসিফ ইকবাল, সাফাত বিন সানাউল্লাহ, সুমন চৌধুরী, প্রীতম আচার্য, সুচয়ন দে জয় প্রমুখ। সভায় বক্তারা বলেন, মহাকবি নবীন চন্দ্র সেন বাংলা সাহিত্যের উজ্জ্বল ধ্রুবতারা। তার লেখা, দেশপ্রেম আর জাতীয়তাবোধ আমাদের উজ্জীবিত করে চলেছে। প্রেস বিজ্ঞপ্তি।