মহসিন কলেজের মসজিদ থেকে জামায়াত-শিবিরের জিহাদি বই উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১৭ পূর্বাহ্ণ

নগরীর হাজী মুহাম্মদ মহসিন কলেজের মসজিদ থেকে জামায়াতে ইসলামী ও এর অংগসংগঠন ছাত্র শিবিরের সাংগঠনিক বেশ কিছু জিহাদী বই উদ্ধার করেছে কলেজ কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভেতরের একটি আলমিরা থেকে এসব বই উদ্ধার করা হয়। চকবাজার থানার ওসি মো. ফেরদৌস জাহান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জুমার নামাজের পর ছাত্রলীগ নেতাকর্মীদের চোখে পড়ে বইগুলো। পরে সেখানে কলেজ অধ্যক্ষও হাজির হন। একপর্যায়ে বইগুলো উদ্ধার করা হয়। বইগুলো মূলত জামায়েতে ইসলামী ও এর অংগসংগঠন ছাত্রশিবিরের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কীয়। ওসি বলেন, বিষয়টি আমাদেরকে কলেজ কতৃপক্ষই জানিয়েছেন। তারা এও জানিয়েছেন যে, বিষয়টি অভ্যন্তরীণ হওয়ায় তারা প্রথমে তদন্ত করে দেখবেন। পরে আমাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার থাকলে বলবেন। এ বিষয়ে মহসীন কলেজ ছাত্রলীগ নেতা এম ইউ সোহেল বলেন, কলেজের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে মসজিদের ভেতর থাকা আলমিরা কৌতুহলবশত খুলে সেখানে কি বই আছে দেখছিলাম। তখনই নজরে এল ছাত্র শিবিরের কর্মপদ্ধতিসহ আবুল আলা মউদুদী ও গোলাম আজমের লেখা প্রায় অর্ধশতাধিক বই।

পূর্ববর্তী নিবন্ধচার ছেলেসহ কার্বারিকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিকআপের ধাক্কায় প্রাণ গেল আনসার সদস্যের