মহল্লা কমিটির কর্মশালা কিশোর গ্যাং ও মাদক নির্মূলের তাগিদ

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

কোডেক ও ইউনিসেফের যৌথ উদ্যোগে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় কমিউনিকেশন ফরডেভেলপমেন্ট (সিফোরডি) কম্পোনেন্টের অধীনে গতকাল শনিবার ২০ নং ওয়ার্ড দেওয়ান বাজার মহল্লা কমিটির সদস্যদের নিয়ে কোরবানীগঞ্জ চসিক কায়সার নিলুফার কলেজে সামাজিক সচেতনতাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সুপারভাইজার মো. সুমন হোসেনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কুতুবউদ্দিন সেলিম। প্রধান অতিথি ছিলেন ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহামুদ হাসনী। বিশেষ অতিথি ছিলেন আবু তৈয়ব সিদ্দিকি, হাজী সেলিম, সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি মবিলাইজার সুমন কুমার নাথ। বক্তব্য দেন, আবুল কালাম, হাসান মুরাদ, মো. ছাবের, মো. আলমগীর, মো. আজিম, মো. সেকান্দার আলী মুরাদ প্রমূখ। কর্মশালায় বক্তারা বাল্যবিবাহ, শিশু শ্রম, নারীনিযার্তন বন্ধসহ গর্ভকালীন মায়ের যত্ন ও স্কুল থেকে ঝরেপড়া শিশুদের পুনরায় স্কুলগামী করা, কিশোর গ্যাং এবং মাদক নির্মূলের ব্যাপারে গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা আইটি খাতকে গুরুত্ব দেয়ায় দেশ ঘুরে দাঁড়িয়েছে
পরবর্তী নিবন্ধশারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি