মস্তিষ্ক যখন রোগাক্রান্ত

শফিকুল আলম সবুজ | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৫১ পূর্বাহ্ণ

একটা বিদঘুটে হাসি প্রতিদিন শুনি
উল্লাসপ্রাণে নাচে তারা নিত্যকাল
মনুষ্যত্ব,মানবতা হারানোর প্রহর গুণি
বিশ্বব্রহ্মাণ্ডে চলছে আজ বেসামাল।

চারেদিকে হাহাকার যেন আত্মক্রন্দন
নারী যেন ভোগ্যপণ্য কাপুরুষ করছে ধর্ষণ
বুদ্ধিজীবী নিদ্রা হতে জাগে না, ইচ্ছাকৃত
আবৃত, নেকাবে তারা চালায় বর্বর নির্যাতন

মস্তিষ্ক যখন রোগাক্রান্ত চতুর্দিকে অত্যাচার
রক্ত নিয়ে খেলছে ওরা অন্ধকার এক চিত্র
কেউ হতে চায় না কভূ অন্যকারো মিত্র।
মিডিয়াতে চলে তাদের টকশো নামক মিথ্যাচার।

সাম্য মানবিক মর্যাদা পথহারাদের হস্তান্তর,
জালেমশাহীর জুলুমবাজে কাঁপে আজ অন্তর
সুপথ রেখে কুপথ হেঁটে চলে গেলো প্রান্তর

ওরে তোরা আয় ফিরে আয়; হয়স না কভূ ভ্রান্ত,
এবার থাম। নর্দমা থেকে উঠ, হয়ে যা শ্রান্ত
ওরে গাদ্দার ওরে রাঘববোয়াল হবি কখন ক্লান্ত?
পাপের বোঝা পাহাড় সমান নেই যে কোনো অন্ত।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে পিপিই দিল আল্লামা রুমি সোসাইটি
পরবর্তী নিবন্ধমন ফেরতের বায়না