মশার জ্বালায় অতিষ্ঠ নগরবাসী

মাঈন উদ্দীন রুবেল | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ৫:১০ পূর্বাহ্ণ

নগরীর রাস্তা-ঘাটে, দোকান-পাটে কোথাও বসতে পারিনা, কোথাও দাঁড়াতে পারিনা, আড্ডা দিতে পারিনা পাঁচ মিনিটের জন্য এর মধ্যে ১০-২০ টা মশা কামড়িয়ে রক্তচোষে নেয়। ঘরে বাইরে সব জায়গায় মশা আর মশা। গরমের দিনে একদিকে যেমন গরমে জনজীবন অতিষ্ঠ তেমনি মশার যন্ত্রণায় নগর জীবন আরও বেশি যন্ত্রণাদায়ক। মশা বিস্তারের কিছু কারণ হচ্ছে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখা। নালা, নর্দমা ঠিকমত ও যথা সময়ে পরিষ্কার না করার কারণে মশার বংশ বিস্তার আরো বেশি হয়ে থাকে। খাবার হোটেল ও রেস্তোরাঁর পেছনে উচ্ছিষ্ট খাবার ডাকনাযুক্ত ডাস্টবিন পাত্রে না রেখে খোলামেলাস্থানে ফেলে রাখা। ফুলের টপ, ডাবের খোসা ও বিভিন্ন গর্তে জমে থাকা পানি এবং জলবদ্ধতা বাড়ি বা বাসার আশপাশের অপরিষ্কার ও পরিচর্যাহীন ঝোপঝাড় মশার বংশ বিস্তারের অন্যতম কারণ।
মশা ও এডিশ মশার কামর থেকে রক্ষা পাওয়ার জন্য এবং মশা নিধনের জন্য বাড়ি বা বাসার আঙ্গিনা বা আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গর্তে,টপে,ডাবের খোসায় জমে থাকা পানি অপসারণ করতে হবে, জলবদ্ধতা দূর করতে হবে। মশা নিধন স্প্রে ব্যবহার করতে হবে। পৌরসভা এবং মিউনিসিপালিটি কর্তৃক মশা নিধন স্প্রে ব্যবহার ব্যাপক হারে বাড়াতে হবে ও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তাহলেই মশার উপদ্রব থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে। এ জন্য আমাদের সচেতন হতে হবে। সরকারকে ব্যাপকভাবে উদ্যোগ নিতে হবে যাতে মশা নিধনের মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেয়া যায় এবং এডিস মশা ও মশাবাহিত রোগ থেকে যাতে পরিত্রাণ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধশিশুর সুষ্ঠু সামাজিকীকরণে অভিভাবকদেরকেই দায়িত্ব নিতে হবে
পরবর্তী নিবন্ধআমরা সামাজিক সংগঠন কেন করবো