মর্যাদার লড়াইয়ে আবাহনীকে হারালো চ্যাম্পিয়ন বসুন্ধরা

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫২ পূর্বাহ্ণ

শিরোপা নিশ্চিত ছিল বসুন্ধরা কিংসের। রানার্স আপ নিশ্চিত ছিল আবাহনীরও। দুই দলের ম্যাচটি তাই ছিল নেহাতই আনুষ্ঠানিকতা ও মর্যাদার। সেই মর্যাদার লড়াইয়ে সোমবার বসুন্ধরা কিংস ৩-২ গোলে হারিয়ে দিয়েছে আবাহনীকে। খেলার প্রথমার্ধ ছিল ১-১। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের রং বদলে দেন ব্র্রাজিলিয়ান রবসন। জোড়া গোল করে কিংসকে ম্যাচ জিতিয়েছেন তিনিই। ২০ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি হয়। ওই ফ্রিকিক থেকেই গোল আদায় করে নেয় কিংস। ব্রাজিলিয়ান মিগুয়েলের ফ্রিকিক থেকে গাম্বিয়ান নুহা মারং করেন কিংসের প্রথম গোল। বিরতির বাশি বাঁজার আগেই ম্যাচে ফিরে আসে আবাহনী। ব্রাজিলিয়ান ডরিয়েলটনের বাড়ানো বলে গোল করেন রাকিব হোসেন। ৫৬ মিনিটে তৌহিদুল আলম সবুজকে বসিয়ে কিংস কোচ ব্রুজন মাঠে নামান ব্রাজিলিয়ান রবসনকে। ৭১ মিনিটে তিনি গোল করলে দ্বিতীয়বার এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ইনজুরি সময়ের প্রথম মিনিটে রবসন নিজের দ্বিতীয় ও আবাহনীর তৃতীয় গোলটি করেন। ইনজুরি সময়েই আবাহনী পেনাল্টি পায়। কলিন্দ্রেসের কর্নার ঠেকাতে গিয়ে হাতে বল লাগে ইরানের খালেদ সাফেইয়ের। পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের রাফায়েল। এবারের লিগে বসুন্ধরা কিংসের এটি ১৭তম জয়। ২১ ম্যাচে চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়ালো ৫৪। আবাহনীর সমান ম্যাচে পয়েন্ট ৪৪।

পূর্ববর্তী নিবন্ধশোভনীয়া ক্লাবের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমর্ণিং ফিটনেস জোনের ফুটবল টুর্নামেন্ট শুরু