চট্টগ্রাম মর্ণিং ফিটনেস জোনের অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট গতকাল সোমবার সিআরবি মাঠে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় ইমরুল চ্যালেঞ্জার্স টাইব্রেকারে ২-১ গোলে ফরহাদ রয়েলসকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ১-১ গোলে ড্র ছিল। ইমরুল চ্যালেঞ্জার্সের চান্দু ও ফরহাদ রয়েলসের অধিনায়ক ফরহাদ গোল করেন। টাইব্রেকারে ইমরুল চ্যালেঞ্জার্সের অধিনায়ক ইমরুল ও নারায়ন এবং ফরহাদ রয়েলসের পারভেজ গোল করেন। দ্বিতীয় খেলায় তমাল কিংস সরাসরি ২-০ গোলে আজাদ ফাইটার্সকে হারায়। তমাল কিংসের অধিনায়ক তমাল ও শামীম গোল করেন। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র নির্বাহী সদস্য ও চসিক ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। সংগঠনের সিনিয়র সদস্য মাহামুদুর রহমান মাহাবুবের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর পরিচালনায় এ সময় ফিটনেস জোনের সদস্য রাকিব মাহামুদ, সুপল দাশ, জাহাঙ্গীর, মহিউদ্দিন ও মুসাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। খেলা দুটি পরিচালনা করেন মিজানুর রহমান।