মরু দুলালের আগমনী

জোয়াইরিয়া বিনতে আজিজ | রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:১৪ পূর্বাহ্ণ

পরম মধুর নাম গো রাসুল (দঃ)
খোদারই করুণা,
ধরণী মাঝে আসুক খুশি
তোমারই মোহনা!
আমি বিমোহিত হৃদয়ে, পরম প্রণয়ে
জপেছি সে নাম, হে হাবিব!
তুমি দীদার দাও গো,
মরণে আসো, খুশি হবো এ গরীব!
হরদম নাম-পরিচয় জেনেছি তোমার
জপেছি তোমারই সে নাম!
গরীব কবি তোমারই উম্মত
বলো, চাইবে কিসের দাম?
তোমারই জন্মে ধর্ম এসেছে
খুব একটি দিবসে,
উদযাপনে দিনটি বৈকি
আসুক ভালোবেসে!
তোমার ভালোবাসায় প্রিয়নবী
প্রভু বলেছেন, আনুগত্য!
তুমি মহান,তুমি দয়াবান
তুমি নূর এ সত্য!

পূর্ববর্তী নিবন্ধবেদনার নীল জলস্রোত
পরবর্তী নিবন্ধওগো প্রাণের নবী