মরিয়মনগর আওয়ামী লীগের বর্ধিত সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৮ জুলাই, ২০২৩ at ৬:১২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মরিয়মনগর ইসলামীয়া মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুল ইসলাম খোকন।

সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জামাল উদ্দিন, মুহাম্মদ আলী শাহ, শফিকুল ইসলাম, মুজিবুল হক হিরু, আবদুর রহিম, সিরাজুল করিম সিকদার, শওকত হোসেন সেতু, ফয়েজ আহমদ বাদল, আইয়ুব রানা, মুজিবুল ইসলাম, রেজাউল করিম, পারভেজ হোসেন, নাছির উদ্দীন আহমেদ, মো. বাদশা, মো. আলী শাহ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বেকারিকে অর্ধলাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধডিপ টিউবওয়েল অযুখানা ও ওয়াশ ব্লক স্থাপন পটিয়া কেয়ার ফাউন্ডেশনের