মমতা সমাজের মানুষের মানব মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে

বার্ষিক সম্মিলনে রফিক আহামদ

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির বার্ষিক সম্মিলন২০২৬ সমপ্রতি কক্সাবাজারের পদুয়াস্থ একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সম্মিলনে প্রধান অতিথি ছিলেন মমতার প্রধান নির্বাহী ও একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ। পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সম্মিলনের কার্যক্রম শুরু হয়। সম্মিলনে স্বাগত বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক। মাঠ পর্যায়ে কর্মকর্তাকর্মীবৃন্দের সেবাদানের ক্ষেত্রে আন্তরিকতার উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মোহাম্মদ শাহারিয়ার, তৌহিদ আহমেদ, ইকবাল আল মাহামুদ, প্রিয়তোষ দাশ প্রমুখ। সম্মিলনে উক্ত এরিয়াসমুহের কর্মকর্তাকর্মীবৃন্দকে পারফরম্যান্সের উপর ভিত্তি করে বর্ষসেরা পুরস্কারসহ কর্মের বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

এছাড়াও সম্মিলনে মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচির উপপরিচালক, সিনিয়র/ সহকারী পরিচালক, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট এরিয়ার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্যে রফিক আহামদ বলেন, দেশের দারিদ্র্যতা দূরীকরণে সরকারের সহায়ক শক্তি হিসেবে প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে মমতা সঞ্চয় ও ঋণদান কর্মসূচি। এ ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাকর্মীবৃন্দের ভূমিকা অপরিসীম। মমতা অর্থনৈতিক মুক্তিসহ সমাজের মানুষের মানব মর্যাদা বৃদ্ধির লক্ষ্যেও কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ১০ লাখ টাকা অনুদান প্রদান
পরবর্তী নিবন্ধসিআইইউতে শিক্ষকদের পেশাগত উন্নয়ন বিষয়ক কর্মশালা