পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় মমতার পরিচালনাধীন প্রাণীসম্পদ ইউনিটের আওতায় সদস্যদের মাঝে মুরগীর বাচ্চা ও এ সংক্রান্ত সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। কর্ণফুলী উপজেলার অধীনস্থ মমতার কলেজ বাজার শাখার আওতায় গত ৭ ডিসেম্বর উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কলেজ বাজার শাখার আওতাধীন ১৫ জন সদস্যদের মাঝে বিনামূল্যে ‘হিলি’ জাতের মুরগীর বাচ্চা, ডিম ফুটানোর নেস্ট, জীবানুনাশক, খাঁচা সহ অন্যান্য সহায়ক উপকরন বিতরণ করা হয়। ‘হিলি’ দেশীয় প্রজাতির মুরগীর একটি জাত যা স্বাদে ও পুষ্টিতে দেশী মুরগীর সমতুল্য।
সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার। বিতরণকালে উপস্থিত ছিলেন মমতার কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ ইউনিটের টীম লিডার, মমতার প্রাণীসম্পদ কর্মকর্তা, শাখা ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।