মমতার বৃক্ষরোপণ কর্মসূচি

| মঙ্গলবার , ২০ জুন, ২০২৩ at ৫:৫৫ পূর্বাহ্ণ

প্রতি বছরের মতো এবারো বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের মূল প্রতিপাদ্য ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রাথমিক পর্যায়ে মহানগর এলাকাসহ আনোয়ারা, হাটহাজারী, বোয়ালখালী, কর্নফুলী উপজেলায় স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ৩ হাজার গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও এ মমতার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মহানগর ও উপজেলা সমুহে মোট ৫ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সম্প্রতি নগরীর হালিশহরস্থ বি ব্লকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বাড়ির আঙিনায় ও খালি জায়গায় গাছ লাগানোর উদ্যোগ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে হবে: ড.অনুপম সেন
পরবর্তী নিবন্ধটেকনাফে শিক্ষার্থীদের মাঝে দেশীয় গাছের চারা বিতরণ