মমতার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

| বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

মমতার পরিচালিত রিইমেজিনিং ইন্ডাস্ট্রি টু সাপোর্ট ইক্যুয়ালিটিরাইজ প্রকল্পের উদ্যোগে তৈরী পোশাক শিল্পে কর্মজীবীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প গত ৬ মে অনুষ্ঠিত হয়। নগরীর সিইপিজেডস্থ ইনটিমেইট ক্রিয়েশন গার্মেন্ট ফ্যাক্টরীতে অনুষ্ঠিত উক্ত চক্ষু ক্যাম্পের আওতায় মোট ২১০ জন তৈরী পোশাক শ্রমিককে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়। আইক্যাম্পের সার্বিক অবস্থা পরিদর্শন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, ইনটিমেইট ক্রিয়েশন লি. এর জিএম দেভনিহারা, ডিজিএম রাঘু, ফ্যক্টরী ম্যানেজার ফেরদৌস সরকার, ফিন্যান্স ম্যানেজার আশুতোষ, সহকারী ম্যানেজার মো. আরিফ, মমতার প্রজেক্ট ম্যানেজার রুমি বড়ুয়া প্রমুখ। ক্যাম্পে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন ডা. চিন্ময় মল্লিক ও ডা. নওশিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংরক্ষিত বনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বন বিভাগ
পরবর্তী নিবন্ধনতুন কাস্টমস আইন সচেতনতামূলক কর্মশালা