মমতার কৈশোর উন্নয়ন মেলা

| বুধবার , ২৫ জুন, ২০২৫ at ৭:৪৩ পূর্বাহ্ণ

মমতা পরিচালিত কৈশোর কর্মসূচির উদ্যোগে কৈশোর উন্নয়ন মেলা সম্প্রতি অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে সঙ্গীত, দেয়ালিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে একই দিনে সকালে নগরীর কিশোরকিশোরীদের অংশগ্রহনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আবদুল হান্নান আলম।

দেয়ালিকা ও উন্নয়ন মেলার উদ্বোধন করেন হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ। কৈশোর উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, দেয়ালিকায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পিকেএসএফ এর সহায়তায় পরিচালিত কৈশোর কর্মসূচির উক্ত আয়োজনের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতার উপপ্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক তৌহিদ আহমেদ, কর্মসুচির ফোকাল পারসন সহকারী পরিচালক পার্থসারথী বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরকিশোরীদের এসব কর্মকান্ডে সম্পৃক্ত হওয়ায় তাদের মেধা বিকাশ ও সৃজনশীল কর্মকান্ডের প্রতি মনোনিবেশ করতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামির যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধউত্তর মাদার্শা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা