আবার যদি কুড়ি বছর হই,
আবার যদি প্রথম বর্ষে পড়ি,
পেছনে করে দেয়াল ঠেসে বসি,
তোমার খুব পেছন করে পাশে,
বৈশাখ জৈষ্ঠ আশ্বিন বারো মাসে,
জোড়াই যদি কথার পিঠে কথা,
তোমারে কি পাওয়া হবে কাছে?
আবার যদি থাকি বসে নিরাল সিঁড়ি ধরে,
আবার যদি মাঘের পরে ফাগুন আসে ঘুরে,
আড় চোখেতে তোমায় দেখার ইচ্ছা মনে চাপে,
চুপিচুপি রূপের সুধা পিয়াব তোমার সই,
বনহংসীর গল্প যদি ইচ্ছে করে কই,
তোমার হাতদুটি চাই যদি হে ছুঁতে,
তোমাকে কি পাওয়া যাবে কাছে?
আবার যদি আসি ফিরে চেনা পথের ঘাটে,
মন ফেরতের বায়না ধরি –
চাই যদি হে তোমায় আমি মন বাড়িয়ে ছুঁতে,
ফিরাবে কি হতাশ করে নীল জোছনার রাতে?