করোনাভাইরাস মহামারীর মধ্যে এ বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ পয়েন্ট কমেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হারের তুলনামূলক এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। খবর বিডিনিউজের। পরে
সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে মন্ত্রিসভার ৪৬ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।