গুরুতর রোগীদের জন্য ২০ শয্যার করোনা ইউনিট উদ্বোধন

কক্সবাজার সদর হাসপাতাল

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৩১ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা সদর হাসপাতালে গুরুতর করোনা রোগী ব্যবস্থাপনার জন্য ২০ শয্যা বিশিষ্ট একটি ইউনিটের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইমুম সরওয়ার কমল নতুন এই ইউনিট উদ্বোধন করেন। এসময় হাসপাতাল সুপার ডা. মো. জাকির হোসেন, সহকারী পরিচালক ডা. রফিকুস সালেহীন ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শাহিন আব্দুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের (ইউএন এইচসিআর) অর্থায়নে এই বিশেষ ইউনিট গড়ে তোলা হয়।

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে
পরবর্তী নিবন্ধচবির একটি বাসার বিরুদ্ধে তিন ছাত্রীর অভিযোগ