পরিস্থিতি যেমনই হোক সেটাকে মেনে নিয়ে সেই হিসেবে হা’র সাথে হা মিলিয়ে, না’র সাথে না মিলিয়ে যেকোনোভাবে একদিন আমরা শিখে যাই মনে নিবেন না, শুধু মেনে নেন। মনে নিলে কষ্ট পেতে হয় আর মেনে নিলে কষ্ট সরে যায়। প্রত্যেকটা পরিস্থিতি থেকে আমরা কিছুনা কিছু অবশ্যই শিখি। পরিস্থিতিরা এসে আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের জটিল সব আত্মকথা। আমরা মানুষরা কখনো হেরে যায় না, হয়তো জিতে যায় নয়তো ভালো কিছু শিখে যায়। জীবন আমাদেরকে কিছু দিতে পারুক আর না পারুক, জটিল সব পরিস্থিতির কাছ থেকে দারুণ সব অভিজ্ঞতার মাধ্যমে করুণ থেকে করুণ সব গল্পের সৃষ্টিকর্তা ঠিকই বানিয়ে ছাড়ে। জীবনে সফলতার ছোঁয়া পেতে হলে নিজেকে জটিলভাবে গড়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকাল মানুষ ভদ্রতাকে দুর্বলতা ভাবে, উদারতাকে বলে শোঅফ করা। হারিয়ে যাচ্ছে মানবিকতা, মনুষ্যত্বহীন হয়ে যাচ্ছে উচ্চশিখর ছোঁয়ানো সুশীল সমাজ ব্যবস্থা। জীবনটা নানা কাব্যিকতার চাদরে মোড়ানো! এই এখন মজা, এই এখন কান্না, এই এখন খুশি -আনন্দ, এই এখন বেদনাময়। আরো কতশত রঙে রাঙানো জীবনের প্রতিটি মুহূর্ত। প্রতিটা মুহূর্তে আমরা আমাদের জীবনকে সুন্দর সুন্দর সব উপমায় সাজিয়ে রাখতে পারি, যদি আমরা নিজেদের রাগ, জিদ, অহংকার এসব ভুলে সব পরিস্থিতির একটা সুন্দর সমাধান বের করে সবাইকে নিয়ে খুশিখুশি থাকি। শুধু প্রয়োজন ইতিবাচক মন-মানসিকতার। তাহলে আমরা কি পারি না! জীবনকে সুন্দর সুন্দর ভাবনা আর সম্মান দিয়ে হতাশাকে বিদায় জানাতে? জীবন কখনোই বেদনার নয়, সবসময়ই উপভোগের! তাই মেনে নিন, মানিয়ে নিন, নিজের কর্মের মাধ্যমে জীবনকে সার্থকতায় নিযুক্ত করুন।