মনের অজান্তে

মোহাম্মদ নেছার | বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কৃষ্ণচূড়ার লাল ছুঁয়ে সেদিন লাল সেলোয়ারকামিজে দারুণ সেজেছিলে তুমি। নীল আকাশের নীল তোমাকে দেখে লজ্জায় লাল হয়ে যায়। আমি বিমোহিত নীল আর লালের মিলনে! অসাধারণ তোমার লাল বেশ যেন আগুনে জ্বলছে হৃদয়। আকাশ লজ্জা পেলেও আমি কিন্তু অপলক তাকিয়ে ছিলাম তোমাকে খুব। কোনো এক অজানা আকর্ষণ বারবার তোমার কাছে টানে! আমি তোমাকে চেয়ে চেয়ে অনেক কিছু ভেবেছি, তোমাকে নিয়ে। কৃষ্ণ চূড়ার নীচে বেশ আপ্লুত হলাম, সুন্দর সময়ের কাছে ঋণী হলাম শীতল আবেশে। চল কোথাও বসা যাক। দু’জন কেন্টিনের দিকে এগিয়ে গেলাম। নাস্তা খেতে খেতে সময় ক্রমাগত স্রোতের মত প্রবাহিত হতে চলছে। অনেক কথা হলো দুজনার অনেক দিন পরে। খুব মজা পেলাম, সামনে সবুজ এগিয়ে গেলাম আমরা।

প্রশান্তির ছোঁয়া নিতে সবুজের জুড়ি নেই আর। গাছের সবুজ ছায়া ঘেরা মনোরম পরিবেশে নিরিবিলি এক জায়গায় বসে গেলাম। কলেজের ফেলে আসা স্মৃতি মধুর কত কথা না বলা জমানো আলাপ দারুণ উপভোগ করতে করতে হারিয়ে গেলাম সেই সুদূরে। সময়ের সুদূরে হারিয়ে যেতে যেতে মনের কাছে হারিয়ে গেলাম মনের অজান্তে। সময় সুযোগ খোঁজে সে কথা বলার, কাছে পাওয়ার আকুতি প্রকাশের। দারুণ সময় দারুণ সেই কথা বলার! অবাক চিত্তে সবুজ আর স্বচ্ছ জল চেয়ে একাকার, সময় পেরিয়ে মধুর ক্ষণে আবেগের ছায়াতলে। দুজনেই ইতস্তত বলিতে মনের কথা যা হয়নি বলা। তবুও বলতে হবে যে কল্পনা মনের অজান্তে বেড়ে ওঠা! সীমাহীন অনুভূতি মনের গহীন কোণে, কবিতার দু’চোখে কিছু একটা বলতে চাই হয়তো!

দুজনেই নীরব, হৃদয়ের আবেগ হৃদয়ে শুধু জড়িয়ে আছে। নাবলা যত কথা বলিতে আকুল দীর্ঘশ্বাসের মোহনায়। মনের আয়নায় যার ছবি সেতো কৃষ্ণ চূড়ার লালে ঢাকা ‘কবিতা। মনের অজান্তে আবেগ জড়িয়ে সে কথা বলেছি তাঁরে। ‘কবিতা’ তোমাকে আমার কিছু বলার ছিল, তার মৌনতা আমাকে সাহসী হতে বলছে। তোমাকে খুব অনুভব করি ‘কবিতা’ সত্যি তুমি খুব সুন্দর। মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেলে ডায়ালাইসিস ফি কমানো হোক
পরবর্তী নিবন্ধভালো থেকো মা