মনটা

মোহিনী সংগীতা সিংহ | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪২ পূর্বাহ্ণ

বাউন্ডুলে ঘুড়ির মতন

বাঁধ মানে না মনটা।

চলতে গিয়ে ভুলতে বসি

করতে মানা কোনটা?

চড়ুইর মতন ফুড়ুত ফুড়ুত

প্রাণটাতে নেই খেই,

ফড়িং ডানায় শূন্যে মিলাই

আকাশ দেখি যেই।

পাখপাখালি দলে দলে

দোলায় আমার প্রাণ,

দিক বিদিকে ছুটে বেড়ায়

যেন হাওয়াই যান।

অধির করে গাঁয়ের পাড়ে

চড়ুইভাতির হাট,

সন্ধ্যে হলেই চুকিয়ে দিই

খেলাধুলার পাঠ।

মামারবাড়ি’ পড়তে গিয়ে

কোথায় মনোযোগ?

মামারবাড়ির আমের গাছে

কাঁচা আমের টোপ।

খুব সুখেতে দুপুর জুড়ে

পুকুর ভাঙি একা।

আমার মতন আর কে পারে?

দুভাগ করে দেখা!

মা যে বলে, আদর ছলে

এমন করিস কেন?

ঝিনুক বুকে মুক্তো যে তোর

সামলে রাখিস যেন।

সেই মুক্তো খুঁজতে গিয়ে

পেয়েছি এই মনটা।

ভীষণ করে ভালোবাসে

সবুজ ঘাসের বনটা।

পূর্ববর্তী নিবন্ধসুনীলের আদলে
পরবর্তী নিবন্ধবেশ আছি পরিপাটি