মধ্যরাতে দুই হলে তল্লাশি

বিপুল রড, হকিস্টিক ও স্টাম্প উদ্ধার

চবি প্রতিনিধি | শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই হলে তল্লাশি চালানো হয়েছে। এসময় বিপুল লোহার রড, স্টাম্প, হকিস্টিক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা হয়নি। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে একইসাথে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে এ তল্লাশি। এসময় প্রক্টরিয়াল বডি ছাড়াও উপস্থিত ছিল হল প্রশাসন ও পুলিশ।

এর আগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শাহ আমানত ও শাহজালাল হলে অবস্থানরত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায়। এসময় তারা চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে ছড়াও হয় প্রতিপক্ষের ওপর। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জনের মতো আহত হয়। এর আগে বুধবার রাতে ঢাকা হোটেলে ঘটনার সূত্রপাত হয়।

এ ব্যাপারে সহকারী প্রক্টর অরুপ বড়ুয়া আজাদীকে বলেন, পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা তল্লাশি চালাচ্ছি। এসময় কাউকে আটক করা হয়নি। আমরা কিছু রড, স্টাম্প পেয়েছি।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধএকাধিক গাড়ি থাকলে গুনতে হবে পরিবেশ সারচার্জ