নগরীর বায়েজিদ এলাকায় মধ্যরাতে এক কিশোরীকে অপহরণের সময় চার কিশোরকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বায়েজিদ থানার জেলা পরিষদ এলাকার পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। বাংলানিউজ
আটকরা হলো বায়েজিদ এলাকার তৈয়ব শাহ-এর ছেলে শাহাব উদ্দীন (২০), খোরশেদ আলমের ছেলে মো. হেলাল (২০), নুরুল ইসলামের ছেলে মো. ইমরান (১৯) ও আব্দুর রবের ছেলে মো. আরিফ (১৯)।
আটকের পর চার কিশোরের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেছেন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “মধ্যরাতে এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের পুলিশ বক্সের সামনে থেকে চার কিশোরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”












