আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, আবারও আল আকসায় আগ্রাসন চালালো বর্বর ইসরাইলি বাহিনী। মসজিদুল আকসার দখলমুক্তি ও ফিলিস্তিনীদের স্বাধীনতাই সুদীর্ঘ দিনের ইসরাইল-ফিলিস্তিন সমস্যার আশু সমাধান হতে পারে বলে মন্তব্য করেন।
আহলে সুন্নাত ওয়াল জামাআত মহানগরের উদ্যোগে গত ২৫ এপ্রিল নগরীর একটি কমিউনিটি সেন্টারে কিয়ামুল লাইল মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এইচ এম মুজিবুল হকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন এডভোকেট আবু নাছের তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, স ম হামেদ হোসাইন, অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, শাহজাদা ছৈয়দ মুহাম্মদ সোলায়মান আলহাসানী আল মাইজভাণ্ডারী, অধ্যক্ষ মাওলানা সামশুদ্দোহা, মাওলানা মোহাম্মদ মুসা, মোহাম্মদ জসিম উদ্দীন। মাওলানা এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম ও মাওলানা মহিউদ্দিন তাহেরীর সঞ্চালনায় মাহফিলে স্বাগত বক্তব্য দেন, মাওলানা ওয়াহেদ মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।











