মদ-মাদকে ডুবে মায়ের মৃত্যু ভুলতে চেয়েছিলেন প্রিন্স হ্যারি

| শনিবার , ২২ মে, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি তার মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুশোক ভুলে থাকতে একসময় অতিরিক্ত মদ পান করতেন বলে জানিয়েছেন। এমনকী মাদক নেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। মানসিক স্বাস্থ্য নিয়ে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টকশো উপস্থাপক অপরাহ উইনফ্রে’র এক টিভি সিরিজে প্রিন্স হ্যারি এসব কথা বলেছেন।
১৯৯৭ সালের অগাস্ট মাসে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়ানা। এরপর মায়ের শেষকৃত্যের সময় প্রিন্স হ্যারি তার বাবা, দাদা ও ভাইয়ের সঙ্গে কফিনের পেছনে হেঁটেছিলেন। সে সময় মাকে আর কখনও দেখতে না পাওয়ার কষ্টটা কেমন ছিল সেই অনুভূতি এর আগেও একবার জানিয়েছিলেন হ্যারি। খবর বিডিনিউজের।
মায়ের মৃত্যুর সময় হ্যারির বয়স ছিল ১২। আর এখন তার বয়স ৩৬। তারপরও লন্ডনে পা রাখলেই মাকে হারানোর সেই দুঃখের স্মৃতি তাড়া করে ফেরে বলে জানিয়েছেন তিনি। হ্যারি বলেন, ছোটসময় বিশেষ করে, বয়স ২০ এর কোঠায় থাকার সময়টি ছিল তার জন্য ভয়ংকর। সে সময় তিনি মানসিক চাপ ও উদ্বেগে ভুগতেন। কিন্তু ভেতরের যন্ত্রণা ভেতরেই চেপে রাখতেন।
তিনি বলেন, আমি ওই সময় মদ পান করতে চাইতাম। মাদক নিতে চাইতাম। যন্ত্রণা কমাতে চাইতাম। আমি সম্ভবত এক সপ্তাহের মদ একদিনেই শেষ করতাম, সেটা করতাম শুক্রবার কিংবা শনিবার রাতে। এই মদ আমি আনন্দের জন্য পান করতাম না বরং একটা কিছুকে আড়াল করার জন্য করতাম।
মেগান মার্কলের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর ৫ বছর আগে ভালভাবে থেরাপি নেওয়া শুরু করেন বলে জানিয়েছেন হ্যারি। তিনি বলেন, আমি চট করেই বুঝেনিয়েছিলাম যে, এই সম্পর্ক নিয়ে এগিয়ে যেতে হলে আমাকে অতীতের বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে।
২০১৮ সালে মেগানকে বিয়ে করেন হ্যারি। এক বছর আগে হ্যারি ও মেগান রাজকাজ ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। কাউকে নাজানিয়ে তাদের নেওয়া এ সিদ্ধান্তে তোলপাড় সৃষ্টি হয়েছিল রাজপরিবারে। তবে এই দম্পতি জানিয়েছিলেন, তারা স্বাবলম্বী হয়ে থাকতে চান। রাজদায়িত্ব ছাড়ার পর গতবছর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়ে নতুন জীবন শুরু করেন হ্যারি ও তার মার্কিন স্ত্রী মেগান।

পূর্ববর্তী নিবন্ধসিআইডি পরিচয়ে চাঁদাবাজি প্রতারক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাবেক এমপি আউয়াল রিমান্ডে, আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত