নাম ধরে ডাক দিও। হিংস্রতায় ছেঁড়া
আঁতুরি এবং যেন এই অসাড় নর্দমা ;
তো, মগজে অনেক আকাশ। পাতাবাহারের
মাপজোক ও আসক্তি–
ও মথুরা, দানাপানি নাও–
রক্তের পাঠেই দিতে হয়, দেওয়া যায়,
নচেৎ ক্ষমায় অপারগ ;
ক্ষয়ে ক্ষয়ে যাও …
আহা সুঘ্রাণ, হায়, পচা সুজি–মনে থাক
জল, ফ্রিজ, অসহ্য অসুখ ….
তুমিও মাদক।
বিদায় বেলার হে বিষণ্না,
ছুঁয়ে দাও অক্ষম পিঁচুটি ও প্যান্টি
না, ওসব পাপ।