মডার্নার টিকা ৯৪.৫% কার্যকর

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৪৬ পূর্বাহ্ণ

ফাইজারের পর এবার আরেক মার্কিন জৈব প্রযুক্তি কোম্পানি মডার্না তাদের কোভিড-১৯ টিকা ৯৪ দশমিক ৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে। টিকার তৃতীয় ধাপের পরীক্ষায় পাওয়া প্রাথমিক ফলের ভিত্তিতে সোমবার মডার্না এই দাবি করে।
প্রায় ৩০ হাজার মানুষের ওপর চালানো এই পরীক্ষায় অর্ধেককে চার সপ্তাহের ব্যবধানে টিকার দুটি ডোজ দেয়া হয়। এছাড়া বাকিদের নামমাত্র ইনজেকশন দেওয়া হয়েছিল, যেগুলোতে টিকার কোনো ডোজ ছিল না। মডার্না বলছে, যাদের টিকা দেওয়া হয়েছিল তাদের ক্ষেত্রে এটি কার্যকর প্রমাণিত হয়েছে। আর কেবল তাই নয়, মারাত্মক কোভিড-১৯ থেকেও এই টিকা সুরক্ষা দিয়েছে। যে প্রশ্ন এখনও রয়ে গেছে ফাইজারের টিকার ক্ষেত্রে। খবর বিডিনিউজের।
এ বছরই যুক্তরাষ্ট্রে ২ কোটি ডোজ টিকা উৎপাদনের আশা করছে মডার্না। তাছাড়া কোম্পানিটি এরই মধ্যে কয়েক লাখ ডোজ টিকা তৈরিও করে ফেলেছে। এফডিএ কর্তৃপক্ষের অনুমোদন পেলেই তারা টিকা সরবরাহ শুরু করতে প্রস্তুত।
এর আগে প্রথমবারের মতো করোনা প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর টিকা তৈরির দাবি করেছিল মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক।
মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হগ ফোনে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা এমন একটি টিকা পেতে চলেছি যা কোভিড-১৯ রুখে দিতে পারবে। তাছাড়া মডার্নার টিকার আরও একটি সুবিধার কথা জানান তিনি। এটি সংরক্ষণে আল্ট্রা-কোল্ড স্টোরেজের প্রয়োজন পড়বে না। যেমনটি দরকার হয় ফাইজারের টিকার ক্ষেত্রে।
ফাইজারের টিকার সংরক্ষণ কাজ কঠিন। কারণ, এটি মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। রেফ্রিজারেটরের তাপমাত্রায় এটি রাখা যাবে মাত্র ৫ দিন। কিন্তু মডার্নার টিকা রেফ্রিজারেটরের তাপমাত্রাতেই (২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ৩০ দিনের জন্য সংরক্ষণ করা যাবে। আর ২০ ডিগ্রি সেলসিয়াসে এই টিকা সংরক্ষণ করা যাবে ৬ মাস পর্যন্ত।

পূর্ববর্তী নিবন্ধস্বল্পসময়ের জন্য পূর্ণাঙ্গ কমিটি হচ্ছে মহানগর ছাত্রদলে
পরবর্তী নিবন্ধহারুয়ালছড়িতে মিলাদ মাহফিল