মঙ্গলচাঁদ শীল

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৭ পূর্বাহ্ণ

নগরীর মধ্যম পতেঙ্গা রাজাপুকুরস্থ চৌধুরীপাড়া সংলগ্ন হিন্দুপাড়ার নিবাসী মঙ্গলচাঁদ শীল সম্প্রতি পরলোকগমন করেছেন। তিনি দীর্ঘদিন বাধর্ক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি এক স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ প্রয়াতের নিজবাড়িতে তার আত্মার পরমসদগতি কামার্থে আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখালেদা আকতার বেবী
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাতের সম্প্রসারণে ভূমিকা রাখেন মোজাদ্দেদে আলফেসানী