মঈনুল আলম বাদল স্মরণে

মোহাম্মদ ইকবাল | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

হঠাৎ না ফেরার দেশে চলে গেলেন মঈনুল আলম বাদল, ব্যক্তি হিসেবে তিনি ছিলেন খুবই কাজ পাগল। নিয়মিত হাঁটাহাঁটির অভ্যাস ছিল তাঁর এবং খেতেন নির্দিষ্ট খাবার দাবার, অসুস্থ হলে ঔষধ খেতে তেমন পাত্তা দিতেন না আবার। একটু কম কথা বললেও তিনি ছিলেন খুব উদার, হিংসাবিদ্বেষ ছিলনা তার মনে ছিলেন না তিনি পরশ্রীকাতর।

দৈনিক আজাদী পত্রিকার ম্যানেজার হিসেবে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, আজাদীতে কর্মরত সবাই তার কাজকর্ম ও আচার ব্যবহারে ছিলেন আপনজন। তিন যুগেরও বেশি সময় ধরে তিনি দৈনিক আজাদীর সাথে ছিলেন সরাসরি জড়িত। আজাদীতে ব্যবস্থাপনায় কোন অসুবিধা হলে তিনি হতেন ভীষণ চিন্তিত। তাই আজাদীর সামগ্রিক উন্নতিতে তিনি ছিলেন সবসময় তৎপর, সেই প্রাণের আজাদীকে ছেড়ে এখন তিনি হলেন লোকান্তর। তার কাজকর্মে ছিলনা কোন ফাঁকিঝুকি ও অবহেলা দৃষ্ট, তাই মালিকপক্ষ তার কাজে ছিলেন খুবই সন্তুষ্ট। একদিন আগে বা পরে সব মানুষেরই হবে জীবনাবসান, মহান আল্লাহ পাক তাঁকে বেহেশত নসিব করুকএই আমাদের আবেদন।

পূর্ববর্তী নিবন্ধমোবাইলে রিচার্জের সর্বনিম্ন সীমা প্রত্যাহার চাই
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিন