ভ্রাতৃত্ব ও সেবার হাত বাড়িয়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করার আহ্বান

সেন্ট্রাল লায়ন্স ক্লাবের ফেলোশিপ নাইট উদযাপন

| শুক্রবার , ২০ মে, ২০২২ at ৯:১২ পূর্বাহ্ণ

ফেলোশিপ হলো লায়নিজমের অবিচ্ছেদ্য অংশ। ফেলোশিপের দৃঢ় বন্ধনকে আরো মজবুত করতে বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন লায়ন্স ক্লাব্‌্‌স ইন্টারন্যাশনালের অন্তর্গত লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর ঐতিহ্যবাহী ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ফেলোশিপ নাইট নগরীর চিটাগাং ক্লাব লিমিটেডে গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য, ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমদ সিদ্দিকী, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দীন চৌধুরী, প্রাক্তন জেলা গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম এ মালেক, লায়ন রফিক আহমদ, লায়ন আনোয়ার শওকত আফসার, লায়ন নুরুল ইসলাম, লায়ন এস এম শামসুদ্দিন, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মোস্তাক হোসাইন, লায়ন মনজুর আলম মনজু, লায়ন নাসির উদ্দীন চৌধুরী, লায়ন কামরুন মালেক, কেবিনেট সেক্রেটারি লায়ন আশরাফুল আলম আরজু ও ট্রেজারার লায়ন আবু বক্কর সিদ্দিকীসহ অনেকে।
অনুষ্ঠানে সাংবাদিকতা পেশায় একুশে পদকপ্রাপ্ত পিডিজি এম এ মালেককে সংবর্ধিত করা হয়। সেই সাথে আগামী ২০২২-২৩ সেবাবর্ষে লায়ন জেলার নেতৃত্ব প্রদানের লক্ষ্যে ক্লাবের প্রাক্তন সভাপতি ও লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন কোহিনুর কামালকে ২য় ভাইস জেলা গভর্নর হিসেবে পিডিজি মোস্তাক হোসাইন উপস্থাপন করেন। অনুষ্ঠানে আগত লায়নরা লায়নিজমের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সেবার হাত বাড়িয়ে সমাজের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরো দৃঢ় ও শক্তিশালী করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় আগুনে পুড়ল বসতঘর
পরবর্তী নিবন্ধকর আইনজীবী মঞ্জুর মাহমুদ খানের ইন্তেকাল