ভ্রাতৃত্ব ও সম্প্রীতিবোধ বজায় রেখে শান্তিময় জীবন গড়াই ইসলামের শিক্ষা

ঈদে মিলাদুন্নবী (সা.) ও ভ্রাতৃত্ব সম্মেলনে বক্তারা

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

আহলে সুন্নাত ওয়াল জমাআত বাংলাদেশের মহাসচিব সৈয়দবাড়ি দরবারের সাজ্জাদানশিন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মজিআ) বলেছেন, ভ্রাতৃত্ব, সম্প্রীতি, পারস্পরিক সহানুভূতি বজায় রেখে চলা এবং একে অন্যের সুখে দুখে ঝাঁপিয়ে পড়াই ইসলামের নির্দেশনা। তাই, ভ্রাতৃত্ব ও সম্প্রীতিবোধের মাধ্যমে শান্তিময় জীবন গড়তে হবে। গরিব দুখী দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ) প্রতিষ্ঠিত জশনে ঈদে মিলাদুন্নবী (.) ও ৫৩ তম বার্ষিক ভ্রাতৃত্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা একথা বলেন। ২১ জানুয়ারি গাউছিয়া সমিতি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে মুখ্য আলোচক ছিলেন সৈয়দবাড়ি দরবারের নায়েবে সাজ্জাদানশিন মাওলানা সৈয়দ তাওছিফুল হুদা। বক্তব্য রাখেন মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হোসাইনী, মাওলানা শামসুজ্জামান আল হোসাইন, মাওলানা আবুল বাসার হাক্কানি, মাওলানা মুরশিদুল আলম, মাওলানা সুমন আল কাদেরী, মুহাম্মদ শাহজালাল সহ গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংসদ সদস্যদের শপথ নিয়ে কথা ‘আদালত অবমাননা’ : অ্যাটর্নি জেনারেল
পরবর্তী নিবন্ধউরকিরচরে লাল মিয়া শাহ (রহঃ)’র ওরশ কাল