জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান রাজস্ব আদায়ে কর্মকর্তাদের আরও বেশি মনোযোগী হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। গতকাল কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেনের সভাপতিত্বে সৈকত সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তিনি। সভার শুরুতে গত মাসের ইএফডি লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের এপ্রিল মাসে অনুষ্ঠিত ইএফডি লটারিতে ৪র্থ পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা জিতেছেন চন্দনাইশের মো. সামিমুর রহমান চৌধুরী, চান্দগাঁওয়ের মোহাম্মদ ফজলুল হক ও ফেনীর মো. হাবীব উল্যাহ। চেক হস্তান্তরকালে ড. মইনুল খান বলেন, চট্টগ্রামে পুরস্কার বিজয়ীদের সংখ্যা বেশি। প্রায় প্রতি মাসে পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। চট্টগ্রাম ভ্যাট বিভাগ ক্রেতাদের সচেতন করতে পেরেছে। সাপ্তাহিক ছুটিতে (শুক্র ও শনিবার) ক্রেতাসাধারণকে ইএফডি চালান গ্রহণ করতে উৎসাহিত করছে। চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয়। ক্রেতা-বিক্রেতাদের আরো বেশি সম্পৃক্ত করতে পারলে ভ্যাট আহরণের পাশাপাশি সবার মধ্যে অনন্য সংযোগ স্থাপন করা যাবে। ভ্যাটদাতাদের উৎসাহিত করতে প্রতি মাসের ৫ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড একটি বিশেষ লটারির আয়োজন করছে। এ লটারিতে ১০১টি পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।