ভ্যাকসিনের বৈশ্বিক সমতা

এমরান হোসাইন | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

ধনীদরিদ্রের বৈষম্য যুগযুগ ধরে চলে আসছে। আধুনিক দুনিয়ায় এ বৈষম্য আরও প্রকট আকার ধারণ করেছে। ফলে পৃথিবীব্যাপী করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহ নিয়ে চলছে অসম প্রতিযোগিতা। নতুন বছর ২০২২ সালে বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন সরবরাহে ঝাঁকুনি দিল নতুন অমিক্রন ভেরিয়েন্টটি । ফলে বুস্টার শটের ক্রমবর্ধমান চাহিদাউৎপাদন হু হু করে বেড়ে চলেছে। এতে ধনী দরিদ্র দেশগুলোর মধ্যে ব্যবধানও বাড়ছে। সবাই নিজের দেশের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে উৎপাদন তরান্বিত করতে ভ্যাকসিন প্রস্তুতকারকদের উপর চাপ বাড়ছে। ভ্যাকসিনের সমতাভিত্তিক বণ্টনের প্রশ্নে ধনীদেশগুলোর বিরুদ্ধে দরিদ্র দেশের বৈশ্বিক অভিযোগ প্রকট হচ্ছে। এদিকে উন্নয়নশীল বিশ্বের বিপুল সংখ্যক মানুষ এখনো টিকাবিহীন রয়েছে। করোনা সংক্রমণ বিপদজ্জনকভাবে বাড়ছে। সে সাথে পাল্লা দিয়ে মৃত্যুহারও বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের শংকা সমস্ত শট দেয়ার পরও অমিক্রনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হবে না যতক্ষণ ভ্যাকসিনের সার্বজনিন বৈশ্বিক সরবরাহ নিশ্চিত করা না হবে। এ পর্যন্ত বিশ্বব্যাপী সরবরাহকৃত সমস্ত টিকাগুলির অর্ধেকই চায়নার তৈরী। এক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। শিকাগো প্রিটজকার স্কুল অফ মেডিসিন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রোগ্রামের পরিচালক সি. সোলা ওলোপাডে ওয়াশিংটন পোষ্টকে বলেছেনযতক্ষণ পর্যন্ত পুরো বিশ্বকে বৈষম্যহীন টিকা দিতে সক্ষম হবে না ততক্ষণ আমরা সবাই নিরাপদ থাকব না, কারণ এই ভাইরাসটি পরিবর্তনশীল হতে চলেছে এবং পরবর্তী মিউট্যান্ট কতটা বিপজ্জনক তা আমরা ভবিষ্যদ্বাণী করতে পারব না। কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের সহকারী অধ্যাপক এবং ইথিওপিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা টিশন ফায়ারউ বলেছেন, যেহেতু অমিক্রন ব্যাপকভাবে মাকিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। এ জন্য বৈশ্বিক বৈষম্য আরও খারাপ হচ্ছে। বিশ্বজুড়ে মৃত্যুর হার বেড়ে চলেছে। ভ্যাকসিনের মওজুত বাড়াতে হবে; যাতে নিম্ন আয়ের দেশগুলোতে ডোজ প্রাপ্তি আরও সহজ হয়। মানবতার এ মহাবিপর্যয় ঠেকাতে বিশ্বব্যাপী ভ্যাক্সিনগুলো প্রয়োজন অনুসারে এবং সাশ্রয়ী মূল্যে সমতাভিত্তক বিতরণ, এবং পশ্চিমা বিশ্বের প্রধান ওষুধ কোম্পানীগুলোর মূল ভ্যাকসিন এবং চিকিৎসা প্রযুক্তির বাণিজ্যিক গোপনীয়তা লাভ সংরক্ষণ সহজ লভ্যতায় ভবিষ্যৎ পৃথিবী উন্নয়নের পথ সুগম হবে।

লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক

পূর্ববর্তী নিবন্ধচার টুকরো ইলিশ মাছ সমাচার ও একজন রিকশাওয়ালার মনোবাসনা
পরবর্তী নিবন্ধএই তো জীবন