ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা আজ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২৯ অপরাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের (প্রিসাইডিং কর্মকর্তা) সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা আজ শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় প্রধান অতিথি থাকবেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইডিইএ-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদের। এছাড়াও সভায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাসহ নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিকে চসিক নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে চট্টগ্রাম আসছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। কাল রোববার সকালে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন।

পূর্ববর্তী নিবন্ধনেতাকর্মীদের পরিবারের মত ভালবাসতেন আতাউল হক
পরবর্তী নিবন্ধলামায় ১১ কোটি টাকা ব্যয়ে সড়ক উন্নয়ন কাজে ধীরগতি