ভোটে দুই সতীন ছোটর সমর্থনে বড়কে তালাকের নোটিশ

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

রাজশাহীতে জেলা পরিষদ নির্বাচনে দুই সতিন একই ওয়ার্ডে ভোটের লড়াইয়ে নামায় একজনকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্বামী। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের নারী সদস্য পদের এই দুই প্রার্থী হলেন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। এরা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হকের ছোট ভাই মাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল হকের স্ত্রী। খবর বিডিনিউজের।
গত বৃহস্পতিবার তারা দুইজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। ছোট স্ত্রী ফিরোজা খাতুনকে সমর্থন দিচ্ছেন স্বামী। আর বড় স্ত্রী নাছিমা বেগমকে পাঠিয়েছেন তালাকের নোটিশ। তাদের স্বামী রোজাউল হক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বাগমারা উপজেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। বাগমারার প্রভাবশালী এই পরিবার এখন ব্যাপক আলোচনায় এসেছে।
বড় স্ত্রী নাছিমা বেগম জানান, জেলা পরিষদের নারী সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগে থেকেই পরিকল্পনা করেছিলেন তিনি। গত ১৫ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেন। স্থানীয় সংসদ সদস্যসহ পারিবারিক সর্মথন তার পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৩২ বছর ধরে স্বামীর সঙ্গে সংসার করে আসছি। এ বয়সে হঠাৎ তালাক নোটিশ পেয়ে হতাশ হয়েছি। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াব না।
তার স্বামী রেজাউল হক বলেন, ছোট স্ত্রী ফিরোজা খাতুন আমার সঙ্গে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে। অনেক আগে থেকে আমার ইচ্ছায় সে রাজনীতির ময়দানে নেমেছে। নিষেধ করার পরও মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্তে অটল থাকায় গত বৃহস্পতিবার বড় স্ত্রী নাছিমা বেগমকে তালাক নোটিশ পাঠিয়েছি। এরপরও যদি সে মনোনয়নপত্র প্রত্যাহার না করে তবে ৩২ বছরের সংসার ভাঙতে বাধ্য হব।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ক্যাম্পে এপিবিএন সদস্যকে কুপিয়েছে রোহিঙ্গারা
পরবর্তী নিবন্ধবিদেশী জাহাজের ধাক্কায় ডুবে গেল লবণ বোঝাই নৌকা