ভোটের হাওয়ায় উৎসবমুখর গ্রাম

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৫:৩৫ পূর্বাহ্ণ

স্থানীয় সরকারের অধীনে দেশের সবচেয়ে বড়ো পরিসরের ইউপি নির্বাচনকে ঘিরে গ্রামীণ জনপদে এখন নির্বাচনী উৎসব শুরু হয়েছে। গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে জনগণের মাঝে সবচেয়ে বেশি উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে থাকে। দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ জনগণ এই নির্বাচনে সবচেয়ে বেশি সম্পৃক্ত হয়ে পড়ে।
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয়েছে। প্রথম ধাপের নির্বাচন শেষ হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ ৯৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ আওয়ামী লীগের দলীয় প্রতীকে (নৌকা) নির্বাচন করবেন। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস থেকে জানা গেছে, আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড, মীরসরাই ও ফটিকছড়ি উপজেলার ৩৭ ইউনিয়নে, একই তারিখে কঙবাজার জেলার ২১ ইউপিতে, খাগড়াছড়ি জেলায় ১০ ইউপি, রাঙামাটিতে ১২ ইউপি এবং বান্দরবানে ১৩ ইউপিতে ভোট অনুষ্ঠিত হবে। এর আগে প্রথম ধাপে গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় ১২ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেসব ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ হবে সেগুলো হলো- মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন পরিষদ, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদ, ধুম ইউনিয়ন পরিষদ, ওসমানপুর, কাটাছড়া, দূর্গাপুর, মীরসরাই, করেরহাট, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, ওয়াহেদপুর, সাহেরখালী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরদিকে সীতাকুণ্ড উপজেলার মধ্যে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ, বারৈয়াঢালা ইউনিয়ন পরিষদ, মুরাদপুর ইউনিয়ন পরিষদ, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারি ও ছলিমপুর ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়ন পরিষদ, দাঁতমারা ইউনিয়ন পরিষদ, নারায়ণহাট ইউনিয়ন, হারুয়ালছড়ি, পাইন্দং, কাঞ্চননগর, সুন্দরপুর, লেলাং, রোসাংগিরি, ভক্তপুর, জাফতনগর, ধর্মপুর, সমিতির হাট ও আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদে ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে একই তারিখে কঙবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন, চৌফলদন্ডী ইউনিয়ন, ঝিলংজা ইউনিয়ন, খুরুশকুল ইাউনিয়ন এবং পিএমখালী ইউনিয়ন, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন, ফতেখারকুল, গর্জনিয়া, ঈদগড়, জোয়ারিয়ানাল, কচ্ছপিয়া, খুনিয়াপালং, কাউয়ারখোপ, রশিদ নগর, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, উখিয়া উপজেলার-হলদিয়াপালং, জালিয়াপালং, রাজাপালং, রত্নপালং ও পালংখালী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
খাগড়াছড়ি জেলার ইউনিয়নগুলো হচ্ছে- মাটিরাঙা উপজেলার তাইন্দং, তবলছড়ি, বড়নাল, আমতলী, গোমতি, বেলছড়ি ও মাটিরাঙা ইউনিয়ন, গুইমারা উপজেলার-গুইমারা ইউনিয়ন, সিন্দছড়ি, হাফছড়ি ইউনিয়ন, রাঙামাটি জেলার বরকল উপজেলার সুবলং ইউনিয়ন বরকল, আইমাছড়া ও বড় হরিনা ইউনিয়ন, বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি, কেংড়াছড়ি, ফারুয়া ও বড়থলি ইউনিয়ন, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন, চিৎমরম, কাপ্তাই ও ওয়াগ্‌গা ইউনিয়ন।
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, বাইশারী, ঘুমধুম, দোছড়ি ও সোনাইছড়ি ইউনিয়ন এবং লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন, লামা সদর, ফাসিয়াখালী, আজিজনগর, সরই, রূপসী পাড়া ফাইতং ও রোয়াংছড়ি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদখল-দূষণে বিপন্ন ত্রিপুরা সুন্দরী ছড়া
পরবর্তী নিবন্ধটিআইসিতে প্রথম মঞ্চায়ন নবরূপে ‘রাজা’