চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন নগরীতে ট্রাক ও মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেন, নির্বাচনের সময় বহিরাগত লোকজন এসে তা ব্যবহার করে। তবে বড় বড় ট্রান্সপোর্ট সিস্টেম চালু থাকবে।
গতকাল রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি এ কথা বলেন। এছাড়া নির্বাচনের দিন সাধারণ ছুটি না রাখাসহ নির্বাচনের পরিবেশ, পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।