ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুবদলের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং থাকবে

মহানগর যুবদলের প্রস্তুতি সভায় বক্তারা

| বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১২:১৭ অপরাহ্ণ

মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, সরকারের নির্লিপ্ততায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সারাদেশে খুন, ধর্ষণ, অপহরণ ও চাঁদাবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ। বর্তমান অব্যবস্থাপনায় দুর্বৃত্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী আদর্শের ধারক ও বাহক বিএনপি। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যুবদলের নেতাকর্মীরা রাজপথে ছিল এবং থাকবে।

তিনি গতকাল মঙ্গলবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সম্মুখ মাঠে যুবদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর যুবদলের উদ্যোগে আগামী ১৭ জুলাই বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন। মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, সরকারের এই নির্লিপ্ততা এবং পক্ষপাত দুষ্ট আচরণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। কোথাও বিচার নেই। কোথাও জবাব দিহিতা নেই। আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শকের ভূমিকায় এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ইকবাল হোসেন, আজমল হুদা রিংকু, শাহেদ আকবর, এম.এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুন, হায়দার আলী চৌধুরী, জসিমুল ইসলাম কিশোর, মজিবুর রহমান, হাবিবুর রহমান মাসুম, মুহাম্মদ হুমায়ুন কবির, সেলিম খান, এরশাদ হোসেন, দীপঙ্কর ভট্টাচার্য্য, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, শাহীন পাটোয়ারী, একরামুল হক ছুট্টু, গুলজার হোসেন, হেলাল হোসেন, জাহাঙ্গীর আলম বাচা, শাহজালাল পলাশ, মুজিবুর রহমান রাসেল, আহাদ আলী সায়েম, জমির উদ্দিন আহমেদ মানিক, রাসেল নিজাম, নুর হোসেন উজ্জ্বল, জিল্লুর রহমান জুয়েল, জসিম উদ্দিন সাগর, মহিউদ্দিন মুকুল, এস.এম. বখতেয়ার উদ্দিন, ইফতেখার শাহরিয়ার আজম, ইকবাল হোসেন, মুহাম্মদ নুরুল ইসলাম, আসাদুজ্জামান রুবেল, আতিকুর রহমান, কমল জ্যোতি বড়ুয়া, মাহবুবুর রহমান, মোহাম্মদ শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম জহির, কোরবান আলী, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম বাবু, হাফেজ মুহাম্মদ কামাল উদ্দিন, মো. আনোয়ার, জাহাঙ্গীর আলম মানিক, গোলজার হোসেন মিন্টু, সিরাজ সিকদার, সাইদুল ইসলাম, নুরুল ইসলাম আজাদ, মিফতাহ উদ্দিন সিকদার টিটু, সাবেক সদস্য, আফসার উদ্‌দৌলা অপু, শাবাব ইয়াজদানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং লায়ন্স ক্লাব ও জোনটা ক্লাবের উদ্যোগে চক্ষু-দন্ত সেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসৈয়দ হাসান মাইজভাণ্ডারীর সঙ্গে মতবিনিময়