ভোটকেন্দ্রে মোবাইলে ছবি তোলার চেষ্টা আটক ২

জেলা পরিষদ নির্বাচন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে কর্ণফুলী ও ফটিকছড়ি উপজেলায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকে ছবি তোলার চেষ্টার অভিযোগে দুই ভোটারকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার ফটিকছড়ি ও কর্ণফুলীর দুই কেন্দ্র থেকে তাদের আটক করা হয় এবং মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। তিনি বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে ছবি তোলার চেষ্টা করায় ফটিকছড়ি উপজেলা শিল্পকলা একাডেমির শহীদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নুর মাওলা গণমিলনায়তন ও কর্ণফুলীর শিকলবাহা ক্রসিংয়ের রিভারভিউ কমিউনিটি সেন্টার কেন্দ্র থেকে দুজনকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এই ব্যাপারে কর্ণফুলী থানা পুলিশ জানায়, ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করার অভিযোগে তৌহিদুল আলম নামে এক ইউপি সদস্যের ফোন জব্দ করেন নির্বাচন কর্মকর্তারা। এদিকে ফটিকছড়ি থানা পুলিশ জানায়, এক ইউপি সদস্য মোবাইল নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরবর্তীতে মুছলেকা নিয়ে তাদের দুজনকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনিখোঁজের ৫৭ ঘণ্টা পর বাড়ি ফিরলেন ধোপাছড়ির দুই ব্যক্তি
পরবর্তী নিবন্ধ৩ ঘণ্টা আঙুল ধুয়ে-মাটিতে ঘষেও ইভিএমে ভোট দিতে পারেননি হুমায়ুন