ভেবেছিলাম উদার হবো

ফারনাজ পলাশ | রবিবার , ২০ জুন, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

সেদিন ভেবেছিলাম,
উদার হবো…
‘কে আমি বলো?
শূন্যতায় বাঁধবো তোমায়..
তোমাতে তুমিহীন যেখানে।’
মনের আয়নায়, চকচকে প্রলেপ ঢেলে
লুকিয়েছি মনের খবর।
সহস্রাব্দের স্বর্ণচূড়ায় ছুঁয়ে যাবে প্রেমের আদিরূপ।

দৃষ্টিহীন হবো,
তুমি সামনে এলে।
‘কে আমি বলো?
ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো,
মুক্তি মিছিলে…’
যেখানে শত শতাব্দী ধরে মুক্ত তুমি।

‘কে আমি বলো?’
ভেবেছিলাম উদার হবো…

আমার ভালবাসার কালো গ্রহণ,
না ছোঁয় যেন তোমার রাজটিকা।
ক্রমশ, ক্রোশ ক্রোশ দূরে…
সরিয়ে নেই নীল মন।

‘ভরদুপুরে,
রুগ্ন কাকের রোজনামচায়, টুকরো রুটির
আকাঙক্ষার মতো ভালোবাসায়,
আশা রেখে কী লাভ বলো?’

তার চেয়ে ভেবেছিলাম উদার হবো…

সত্যিই ভেবেছিলাম উদার হবো…
‘কে আমি বলো?
দাঁড়ায় তোমার মাঝে?’

উদারউৎসব নিংড়ে ঝাপসা হয় মৃত চোখ, বারংবার…
ভালো থেকো,
তবু, বধির থেকো,
আমার ভালো না থাকা শব্দে।

সত্য বলছি…
‘কে আমি বলো?’
আমি নেই যেখানে, আমার আমি জুড়ে।

পূর্ববর্তী নিবন্ধমনের ভরাডুবি
পরবর্তী নিবন্ধকমল দীঘি