বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের ধানেরশীষ প্রতীককে বিজয়ী করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে- ধানের শীষ হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষার প্রতীক। দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষকে বিজয় করতে হবে। গতকাল সন্ধ্যায় নগরীর লাভলেইনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে শাহাদাত হোসেনের পক্ষে ৪১ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, সমন্বয় কমিটির নেতৃবৃন্দ একরামুল করিম, উদয় কুসুম বড়ুয়া, এরশাদ উল্লাহ, চাকসুর সাবেক ভিপি নাজিম উদ্দিন, ইদ্রিস মিয়া চেয়ারম্যান, মোস্তাক আহমদ খান, এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইস্কান্দর মির্জা, আব্দুল মান্নান, ইসহাক কাদের চৌধুরী, অধ্যাপক মো. ইউনুস চৌধুরী, এম এ হালিম, এড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, হারুণ জামান, নিয়াজ মোহাম্মদ খান, এড. মফিজুল হক ভূঁইয়া, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, আর ইউ চৌধুরী শাহীন, আবুল হাসেম, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।