ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করতে হবে

হাটহাজারীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীর ঈদগাহ বহুমুখী স্কুল এন্ড কলেজে তিনদিনব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, এদেশে বঙ্গবন্ধুর জন্ম হয়ে ছিল বলেই দেশ স্বাধীন হয়েছে। বর্তমান সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। তিনি গত রোববার স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ আবদুল মোবারক। কলেজের ইংরেজি প্রভাষক নুরুল ইসলাম পারভেজের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ, অ্যাডভোকেট মঈন উদ্দীন, কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি মুহাম্মদ আলী চৌধুরী, চেয়ারম্যান মুহাম্মদ নুরুল আহসান লাভু, চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমান ও চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, সৈয়দ মনজুরুল আলম, এস এম কামাল উদ্দীন, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ হারুনুর রশিদ, আজিজুল হক চৌধুরী ও নুরুল আমিন। দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহরাব হোসেন চৌধুরী নোমান।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা ব্যাংকের টাউন হল মিটিং
পরবর্তী নিবন্ধকথিত বামদের ওপর ভর করেছে বিএনপি-জামায়াত