ভেজা চট পেঁচিয়ে রাখা সিলিন্ডার দেখে কৌতূহলীদের ভিড়, তখনই আগুন

গাজীপুরে রাস্তায় দগ্ধ ৩৪

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রাস্তার মধ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের আগুনে নারীশিশুসহ অন্তত ৩৪ জন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘এদের মধ্যে পুরুষ ছাড়াও নারী ও শিশু রয়েছে। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাসের আগুনে এত বেশি মানুষের দগ্ধ হওয়ার পেছনে কৌতূহলী হয়ে ভিড় জমানোর তথ্য মিলেছে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, যে বাসায় ঘটনাটি ঘটেছে, সেখানে গ্যাস বের হতে থাকা গরম সিলিন্ডার ভেজা চট দিয়ে মুড়িয়ে বাইরে রেখে যান পরিবারের কেউ একজন। স্থানীয়দের অনেকে কী হচ্ছে সেটা দেখতে কৌতূহলী হয়ে এসেছিলেন। ইফতারের সময় ঘনিয়ে আসছিল। পোশাক কারখানা থেকে বাসায় ফিরছিলেন অনেক পোশাক কর্মী। তাদের পাশাপাশি ঘটনা দেখতে ভিড় জমিয়েছিল আশপাশের শিশুরাও। এ সময়েই পাশের আরেকটি বাসায় চুলা ধরাতে গেলে পুরো রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। এতেই তারা সবাই দগ্ধ হয়।

পূর্ববর্তী নিবন্ধযোগাযোগ হয়নি জলদস্যুদের সঙ্গে, শঙ্কা নিয়ে অপেক্ষা
পরবর্তী নিবন্ধশাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইন সংশোধনে সায়