ভূমি সেবা সপ্তাহ শুরু

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

বান্দরবানে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। ‘ভূমি উন্নয়ন কর দিব দেশের উন্নয়নে অংশ নিব, প্রধানমন্ত্রীর অঙ্গীকার ভূমিহীন থাকবে না কেউ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বান্দরবান জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ২০২১ শুরু হয়েছে। ভূমি সেবা সপ্তাহ আগামী ১০ জুন পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌসিফ আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. নাজমুল হাসান, রেকার্ড রুমের সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান রুবেলসহ বান্দরবান পার্বত্য জেলার হেডম্যান, কারবারী, জেলা প্রশাসনের ভূমি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগনকে উদ্বুদ্ধ ও আগ্রহী করতে এবং ডিজিটাল সেবাসমূহের সুবিধা ভূমি মালিকগণকে জানানোর জন্য সরকারিভাবে ভূমি সেবা সপ্তাহ পালন করা হচ্ছে। এই ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের ভূমি নিয়ে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদেক্ষপ গ্রহণ করা হবে।
হাটহাজারী
হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন। এসময় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ, সদর ইউনিয়ন ভূমি অফিস আকতার কামাল চৌধুরী, ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন। পরে তিনি ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, হয়রানিমুক্ত ও অনলাইনভিত্তিক ভূমি সেবা প্রদানে আমাদের মন্ত্রণালয় ব্যাপক কাজ করছে। আশা করি কিছু দিনের মধ্যেই জনগণ এর সুফল পেতে শুরু করবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নে ছাগল বিতরণ
পরবর্তী নিবন্ধকরোনাকালীন ক্যারিয়ার ভাবনা ও প্রস্তুতি শীর্ষক সেমিনার