সীতাকুণ্ডে মুরাদপুর ইউনিয়নে ছাগল বিতরণ

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফেসবুক গ্রুপ ‘শেকড়ের টানে’ সদস্যদের স্বেচ্ছাসেবী সংস্থা মুরাদপুর উন্নয়ন সোসাইটি বা মউস ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এলাকায় দারিদ্র্য দূরীকরণ প্রকল্প বা দাদূপ হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে দাদূপ ১, ২, ও ৩ বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় বিদ্যানন্দের অর্থায়নে ও মউসের ব্যবস্থাপনায় গত মে মাসে আর্থিকভাবে অনগ্রসর ২৪টি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে ১টি পরিবারকে টং দোকান, ১টি পরিবারকে হাঁস-মুরগির খামার, ৮টি পরিবারের প্রত্যেক পরিবারকে ১টি করে পা চালিত সেলাই মেশিন এবং ১৪টি পরিবারের প্রত্যেক পরিবারকে একজোড়া করে ছাগল অনুদান হিসেবে বিতরণ করে।
পরবর্তীতে মউস ইউনিয়নে আর্থিকভাবে অনগ্রসর ৯টি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে দাদূপ-৪ গ্রহণ করে। এর আওতায় গতকাল সংস্থাটির অর্থায়নে ও শেকড়ের টানে গ্রুপের ব্যবস্থাপনায় ৩টি পরিবারের প্রতি পরিবারকে ১টি করে পা চালিত সেলাই মেশিন ও ৬টি পরিবারের প্রতি পরিবারকে একজোড়া করে ছাগল বিতরণ করে। মউস ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের অর্থায়নে শেকড়ের টানে গ্রুপ মে ও জুন মাসে মোট ৩৩ পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে সহযোগিতা করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধভূমি সেবা সপ্তাহ শুরু