চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দুর্যোগ প্রবণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অন্যান্য দেশের তুলনায় ভালো অবস্থানে আছে। তবে অপরিকল্পিত নগরায়ণের কারণে চট্টগ্রামে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মোকাবেলায় আমাদেরকে ভূমিকম্প সহনীয় আবাসস্থল নির্মাণ করতে হবে। সেই পরিকল্পনা নিয়ে আমাদেরকে নগর সাজাতে হবে।
গতকাল বুধবার নগরীর ষোলশহর এলজিইডি ভবনে নগর স্বেচ্ছাসেবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ইপসা ও প্রয়াস-২। সহযোগিতায় সেভ দ্য চিলড্রেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যুৎ স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. মোর্শেদ আলম, বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোবারক আলী, কাউন্সিলর মো. এসরারুল হক, নুরুল আলম মিয়া, কাউন্সিলর শাহীন আকতার রোজী, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্ত্তী, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ফায়ার সার্ভিসের সিনিয়র সেকশন অফিসার এনামুল হক, ইপসার উপ-পরিচালক নাছিমা বানু, প্রকল্প সমন্বয়কারী সানজিদা আকতার, সেভ দ্য চিলড্রেনের পরিচালক রিফাত বিন সাত্তার, মোস্তাক হোসেন, পারভীন আক্তার মুন্নি, সাইফুল ইসলাম প্রমুখ।
মেয়র বলেন, কর্পোরেশনের ৪টি ওয়ার্ডে ১শ ৫০ জন ভলান্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মৌলিক প্রশিক্ষণ নিয়ে জাতীয় নগর স্বেচ্ছাসেবকের স্বীকৃতি পেয়েছে। নগর স্বেচ্ছাসেবকেরা এই কার্যক্রমে ইতিমধ্যে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।
নগর স্বেচ্ছাসেবকরা কোভিডে বিপর্যয়ের সময় সাধারণ ছুটি ও লকডাউনকালীন বিধিনিষেধ বাস্তবায়ন ও মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রেস বিজ্ঞপ্তি।