পেশাগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই

প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে চবি উপাচার্য

| বৃহস্পতিবার , ৯ ডিসেম্বর, ২০২১ at ৬:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের উদ্যোগে এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সহায়তায় ‘রিসার্চ টেকনিক ইন সোশ্যাল সাযেন্স অ্যান্ড এপ্লাইড সায়েন্স ২০২১’ শীর্ষক মাসব্যাপী তৃতীয় অনলাইন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল বুধবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
তিনি বলেন, পেশাগত দক্ষতা ও উৎকর্ষতা বাড়াতে প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণে পারস্পরিক জ্ঞান আদান-প্রদানের মাধ্যমে পেশাগত জীবনের দক্ষতা অর্জনের অনেক অজানা তথ্য বেরিয়ে আসে। সরকার প্রদত্ত সকল প্রকার সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে নিজেদের জ্ঞান ভান্ডার অধিকতর সমৃদ্ধ করার জন্য তিনি শিক্ষক-গবেষকদের আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। সঞ্চালনা করেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রফেসর ড. অলক পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে অ্যাডমিশন ফেয়ারে ভর্তিচ্ছুদের ভিড়
পরবর্তী নিবন্ধভূমিকম্প সহনীয় আবাসস্থল নির্মাণের আহ্বান মেয়রের