ভূমিকম্পে কেঁপে উঠল কক্সবাজার

টেকনাফে কয়েকটি ভবনে ফাটল

| রবিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

ছুটির দিনের বিকালে ভূমিকম্পে কেঁপে উঠল পর্যটন শহর কক্সবাজার। গতকাল শনিবার বিকাল ৪টা ৩৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান। খবর বিডিনিউজের।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূকম্পনটির উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণপূর্বে অবস্থিত। এর ফলে ৪ দশমিক ১০ মাত্রার কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারে। ভূমিকম্পে জেলার টেকনাফের বিভিন্ন স্থানে ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। টেকনাফ উপজেলা মৎস্য কেন্দ্রের কার্যালয়ে ফাটলের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া আরও কয়েকটি বাড়িঘরে ফাটলের খবর জানা যায়।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, টেকনাফে বিভিন্ন জায়গায় ভূমিকম্পের ঝাঁকুনির খবর এসেছে। তবে ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি। আমরাও বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ-বিএনপি একপর্যায়ের দল হয় কীভাবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধছাত্র রাজনীতিকে এখন মানুষ সম্মানের চোখে দেখে না : রাষ্ট্রপতি