ভূমধ্যসাগর পাড়ির পথে ঠান্ডায় জমে সাত বাংলাদেশির মৃত্যু

| বুধবার , ২৬ জানুয়ারি, ২০২২ at ৭:২৪ পূর্বাহ্ণ

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টায় থাকা একটি নৌকার অন্তত ৭ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাসী ঠান্ডায় জমে মারা গেছেন। ইতালিতে সিসিলির এগ্রিজেন্টো শহরের কৌঁসুলি লুইজি প্যাট্রোনাগিও গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

নৌকাটি ল্যাম্পেডুসা দ্বীপে যাচ্ছিল। উপকূলরক্ষীরা রাতে নৌকাটিকে ল্যাম্পেডুসার কাছে ল্যাম্পোনি উপকূলের ১৮ মাইল (২৯ কিলোমিটার) দূরে দেখতে পেয়েছিলেন। সেই সময়ই উদ্ধারকাজ চালানো হয় বলে জানিয়েছেন কৌঁসুলি লুইজি। ইতালির ল্যাম্পেডুসা দ্বীপের মেয়র লভাতোরে মার্টেল্লো বলেছেন, নৌকাটিতে ২৮০ জন ছিল। তারা বেশিরভাগই বাংলাদেশ এবং মিশর থেকে এসেছেন। খবর বিডিনিউজের।

৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন মারটেল্লো। তবে যারা বেঁচে আছেন তাদের কতজন বাংলাদেশি সেটি তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি বলে জানান তিনি। ইতালি হাজারো অভিবাসনপ্রত্যাশী এবং আশ্রয়প্রার্থীদের ইউরোপে ঢোকার একটি প্রধান রুট। সমপ্রতি কয়েক মাসে এই পথে নৌকায় করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপ পাড়ির চেষ্টা বেড়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, এ বছর ২৪ জানুয়ারি পর্যন্ত ইতালির বন্দরগুলোতে পৌঁছেছে ১,৭৫১ জন অভিবাসনপ্রত্যাশী।

পূর্ববর্তী নিবন্ধলাকসামে পূর্বাঞ্চলের তিন শীর্ষ কর্মকর্তা অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধনৃশংসভাবে হত্যার পর নারীর লাশ ফেলা হল বিলে